মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক বিমানঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি হয়েছে তুরস্ক। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রকে তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটি ব্যবহার করতে দেয়ার এ নতুন চুক্তিকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। বিবিসি বলছে, এ সমঝোতার অংশ হিসেবে দক্ষিণ তুরস্কের ইনকির্লিক বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেয়া আইএস’র বিরুদ্ধে জোটগত বিমান হামলায় নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে মার্কিন গণমাধ্যম এনবিসিকে সুসান রাইস বলেন, সিরিয়ার মধ্যপন্থী বিরোধী বাহিনীকে প্রশিক্ষণ এবং ইরাক ও সিরিয়ায় অভ্যন্তরীণ কর্মকাণ্ডে অংশ নিতে সম্প্রতি তুরস্ক তাদের সামরিক ঘাঁটি ও ভূখণ্ড ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে। এটাই নতুন অঙ্গীকার। আমরা একে স্বাগত জানাচ্ছি।
সম্প্রতি আইএস যোদ্ধারা সিরিয়ার সীমান্ত শহর কোবানির দখল নিতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। কুর্দি প্রতিরোধ বাহিনী তাদের ঠেকিয়ে রাখলেও প্রচণ্ড চাপের মুখে রয়েছে। কোবানি হয়ে তুর্কি সীমান্ত অতিক্রম করার একটি পথ রয়েছে। আইএস’র অগ্রযাত্রার মুখে সীমান্তে নিজেদের সেনা সমাবেশ ঘটালেও জঙ্গিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে উদাসীন ভাব দেখাচ্ছে তুরস্ক। দেশের সংখ্যালঘু কুর্দিদের সঙ্গে দীর্ঘ গৃহযুদ্ধের অভিজ্ঞতাই তুরস্ককে আইএস-কুর্দি লড়াইয়ে কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে নিস্পৃহ করে রেখেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর কোবানিতে প্রায় ১ মাস ধরে আইএসের জঙ্গিদের সঙ্গে কুর্দি যোদ্ধাদের লড়াই চলছে। এতে ৫ শতাধিক মানুষ নিহত হয়েছে। কুর্দি যোদ্ধাদের সহায়তা করতে কোবানিতে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। শক্তি বৃদ্ধির জন্য প্রতিবেশী তুরস্কের কাছে চলাচলের ‘করিডর’ চেয়েছে কুর্দি বাহিনী। এ পরিস্থিতিতে সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে তুরস্ক। তবে দেশটি আইএসবিরোধী স্থল অভিযান চালাতে এবং কুর্দি যোদ্ধাদের লড়াইয়ে অংশ নিতে সীমান্ত অতিক্রম করতে দেয়ার বিষয়টি নাকচ করেছে।