
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের উভয় কক্ষে মধ্যমেয়াদি নির্বাচন অনুষ্ঠানে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ২ বছরের মাথায় এ নির্বাচন হয়ে থাকে। আগামী ২০১৬ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোন দল জয় পাবে এ নির্বাচনের ফল থেকে তারই পূর্বাভাস পাওয়া যাবে। সেক্ষেত্রে রিপাবলিকানরা এতে জয় পেলে ৮ বছর পর ক্ষমতায় আসতে পারে তারা। এছাড়া ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা জয় পেলে টানা টানা ১২ বছর ক্ষমতায় থাকার রেকর্ডের দিকে এগিয়ে যাবে। তবে নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় না পেলে প্রশাসন পরিচালনায় প্রেসিডেন্ট ওবামা কিছুটা সমস্যায় পড়তে পারেন বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতেও আসতে পারে পরিবর্তন।
এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দল নেবে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ সম্পর্কে এরইমধ্যে জনগণের মধ্যে দ্বিধাবিভক্ত মতামত লক্ষ্য করা গেছে। নতুন এক জনমত জরিপে দেখা যাচ্ছে- মধ্যমেয়াদি নির্বাচনে দু’দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এনবিসি টেলিভিশন চ্যানেল এবং ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত এ জনমত জরিপে দেখা যায়- শতকরা ৪৫ ভাগ ভোটার বলেছেন, ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। এদিকে শতকরা ৪৬ ভাগ ভোটার মনে করছেন, বিরোধী রিপাবলিকান দল কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে।
জানা যায়, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বর্তমানে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাদের আসন সংখ্যা ২৩৪টি। অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের দখলে রয়েছে ২০১টি আসন। এছাড়া মার্কিন সিনেটে ৫৫ আসন নিয়ে কর্তৃত্বে রয়েছে ডেমোক্র্যাট দল। আর রিপাবলিকান দলের দখলে রয়েছে ৪৫টি আসন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, আজকের নির্বাচনে ভোটদানের মাধ্যমে মার্কিন জনগণ প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি তাদের আস্থার বহি:প্রকাশ ঘটাবেন। বিরোধী রিপাবলিকানরা এ নির্বাচনে ওবামার জনপ্রিয়তা ইস্যুকেই মানুষের সামনে তুলে ধরেছেন। রিপাবলিকানরা আশা করছেন, এ নির্বাচনের মাধ্যমে তারা মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে প্রয়োজনীয় ছয়টি আসন লাভ করতে পারবেন।
আর সংখ্যাগরিষ্ঠতা থাকা প্রতিনিধি পরিষদে তাদের আসন সংখ্যা আরো বাড়ানোর আশা করছেন। রিপাবলিকানদের আশা পূরণ হলে আগামী ২০১৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ওবামার সরকার চালানোটা চ্যালেঞ্জ হয়েই দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশটির বিভিন্ন জরিপেও নির্বাচনে রিপাবলিকানদের সুবিধানজনক অবস্থানের তথ্যই পাওয়া যাচ্ছে।
প্রতিনিধি পরিষদে বর্তমানে ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি ২১০ জন এবং রিপাবলিকানদের আসন ২৩৪টি। জনমত জরিপে দেখা গেছে, এ নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের আসন আরও বাড়বে। আর ডেমোক্র্যাটদের পক্ষ থেকে ব্যবধান যতটা কম রাখা যায় সেজন্য সর্বাত্মক প্রচার চালানো হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনে মাত্র ৬টি আসনে জিততে পারলেই সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পাবেন রিপাবলিকানরা। ৩৬টি সিনেটের মধ্যে ২১টি ডেমোক্র্যাট এবং ১৫টি রিপাবলিকানদের। এবারের ফলে মেয়াদের শেষ দুটি বছর বারাক ওবামাকে শাসন পরিচালনায় আরও বেশি বৈরিতার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। পিউ সেন্টারের সামপ্রতিক জরিপে দেখা গেছে, রক্ষণশীলদের ৬১শতাংশই ওবামা বিরোধিতার জন্য প্রার্থীদের ভোট প্রদান করবেন।