রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাংলদেশী হত্যার বিচার চাই : প্রধানমন্ত্রী

pপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকার দিকে প্রশ্ন তুলে বলেন, সভ্য দেশ আমেরিকা। যারা সভ্যতার মাপকাঠি মাপে। এতো কিছু করে। আর একটা মৃত্যু হলে তারা অনেক কথা আমাদের জিজ্ঞেস করে। সেখানে যুক্তরাষ্ট্রে নাজমুল ইসলাম ও বেলাল তালুকদার নামে ২ প্রবাসী বাংলদেশী খুন হয়েছে। তিনি বলেন, আমেরিকা সরকারের কাছে আমার প্রশ্ন, একজন বাঙালি.. এভাবে সভ্য দেশের রাস্তায় কীভাবে অকাল মৃত্যু হয়। এর বিচার আমরা চাই। গত ৯ জুলাই গভীর রাতে নিউ ইয়র্ক সিটির আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় মাথায় ও মুখে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় নজমুলকে (৫৫)। ২০১২ সালের আগস্টে কানেটিকাট রাজ্যের হার্টফোর্ড সিটিতে মুদি দোকানের কর্মচারী বেলাল তালুকদার (৪৭) ডাকাতের গুলিতে নিহত হন। বেলালের হত্যা মামলার রায়ে গত ১৩ আগস্ট কেজলিন মেন্ডেজ নামের এক আসামিকে ৫৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।
গতকাল শনিবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪০ বছর উদযাপন উপলক্ষে নিউইয়র্কের মার্কি হোটেলে আয়োজিত ‘সার্বজনীন নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনাটি দেয়া হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্থানীয় নেতারা ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি অনুষ্ঠানে বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রবাসীদের সামনে তুলে ধরেন। শিক্ষা, যোগাযোগ ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বমন্দা মোকাবিলা করে বাংলাদেশের ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত করা হবে।
যেসব প্রবাসী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, তারা ঢাকা বিমানবন্দরে নেমেই ‘অন এরাইভাল ভিসা’ পাবেন বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সিলেটের ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করেছিল। সুযোগ-সুবিধা আরও উন্নত করে অচিরেই এটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের ‘ঢাকা-নিউইয়র্ক’ ফ্লাইট চালু ও কক্সবাজার বিমানবন্দরকে উন্নত করার ঘোষণা দেন ।
এদিকে ঢাকা-নিউ ইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কিছু বাধ্যবাধকতা আছে। আমরা ৪টা বিমান কিনেছি। আরো ৪টা কিনছি। বিমানবন্দর আপগ্রেড করছি। নিরাপত্তার বিষয়টিও থাকে। আসলে, এতো দিনের জজ্ঞাল। সব জজ্ঞাল আমাদের সাফ করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরই ঢাকা-নিউ ইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট শুরুর কথা বললেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেড-১ এ উন্নীত না হওয়ায় বিষয়টি আটকে আছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ দল। আল্লাহ বাংলাদেশকে তাদের খপ্পর থেকে রক্ষা করেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে বাংলাদেশের যে কী অবস্থা হতো, তা ভাবলেই ভয় হয়। যারা হাওয়া ভবন-খাওয়া ভবন করে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল, তাদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার ঠেকানো যাবে না। মানবতাবিরোধী অপরাধ যারা করেছে- তাদের বিচার ইনশাল্লাহ বাংলাদেশে হবে। এটা কেউ ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি এখন বুঝতে পেরেছে তারা মারাত্মক ভুল করেছে। বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এর খেসারত বিএনপিকে দিতে হচ্ছে। এ কারণেই বিএনপি নেতারা এখন আবোল-তাবোল বকছেন।

Spread the love