মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে : ইয়াসিন এম.পি

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি : যারা মহান মুক্তিযুদ্ধে নিরীহ মানুষকে হত্যা,লুন্ঠন,অগ্নি সংযোগ এবং মা- বোনদের খাঁন সেনাদের হাতে তুলে দিয়েছে তারা যুদ্ধঅপরাধী। তাদেরকে বিচারের আওতায় অনা হয়েছে, কিছু কিছু যুদ্ধঅপরাধীর রায় কার্যকর করা হয়েছে । পর্যায়ত্রুমে সকল যুদ্ধ অপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে। পীরগঞ্জ উপজেলায় ওয়ার্কার্স পাটির পদযাত্রা শেষে পথসভায় এম.পি ইয়াসিন আলী  তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি অরো বলেন আমরা আওয়ামীলীগ সরকারের শরিক দল হিসাবে ওয়ার্কার্স পাটি দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে। আজ ওয়ার্কাস পাটি একটি আলাদা দল এর নীতি আদর্শ আলাদা তবুও আমরা ১৪ দলের সঙ্গে ঐক্য বদ্ধ হয়ে  আজকে সবকারের অংশ হিসাবে কজ করে যাচ্ছি । আজ ১৪ দল একটি বিষয়ে এক মত, যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। ২ দফায় বলা আছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা পর্যায়ে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবরের নেতৃত্বে ৭২ সালে সংবিধান গৃহিত হয়েছিল তা পুনঃ প্রবর্তন করতে হবে। কেননা আমাদের দেশে সামরিক জান্তারা বারবার ক্ষমতায় এসে এ সংবিধানকে বিভিন্ন ভাবে ক্ষতবিক্ষিত করেছে। সে কারনে সংবিধানের যে ৪টি মুল নীতি ছিল গণতন্ত্র,ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র । সে চার নীতি কে সম্পূর্ন ভাবে প্রবর্তন করে ৭২ এর সংবিধানে ফিরে আসতে হবে । পথসভা তিনি আর ও বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উদ্যেগ এক দিকে মৌলবাদী,স¤্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম। অন্যদিকে লুটতরাজ ধনীক শ্রেনীর বিরুদ্ধে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ওযার্কার্স পাটির ২০ দফা কর্মসূচীর ভিত্তিতে সকল মেহনতি মানুষকে ঐক্য বদ্ধ হতে হবে। এ লক্ষে আগামী ২৯ নভেম্বরের সমাবেশে সকলকে যোগ দিয়ে এ সংগ্রাম জোরদার করার জন্য ঐক্য বদ্ধ করতে হবে। মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পাটির উদ্দ্যোগে  পীরগঞ্জ রেষ্ট হাউস থেকে পথযাত্রা শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূর্ব চৌরাস্থা মোডে এক পথসভা যুব মৈত্রী নেতা রফিকুজজামান রফিক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেন্ড ত্র্যডভোকেট ফয়জুল ইসলাম,জেলা কমিটির সদস্য কমরেন্ড তৈমুর হোসেন প্রমুখ।

Spread the love