বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনাজপুরে র‌্যালী

দিনাজপুর প্রতিনিধি : গতকাল সোমবার দিনাজপুর ইনষ্টিটিউট প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ ও সোহেল নিশাত।

আলোচনা শেষে যুব দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী ইনষ্টিটিউট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Spread the love