
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিনবার সকাল ১০টার পর ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক।
এদিকে বিএনপি জানিয়েছে, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৮০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাকে তার লালমাটিয়া নিউ কলোনি মাঠের পশ্চিম পার্শ্বের বাসার নিচের বৈঠকখানা থেকে আটক করে পুলিশ।
সকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার বাসায় দেখা করতে যান। তারা বের হয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর থানা পুলিশ তাদের আটক করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার শেখ রাজিবুল হাসান অভিযানের কথা নিশ্চিত করে বলেন, হরতালকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা হচ্ছিলো এমন গোপন খবরের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এ পর্যন্ত বিএনপির ৬৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সকালে লালমাটিয়ার ওই বাসার আন্ডারগ্রাউন্ডে তারা বৈঠক করছিলেন। আমাদের কাছে খবর ছিল, হরতালে নাশকতা সৃষ্টির জন্য ওই বৈঠকে পরিকল্পনা চলছে। এমন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই। সেখান থেকে যুবদল সভাপতিসহ ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।