রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পদক ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার সমর্থকরা শহরের সাতমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। সকাল থেকে রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। বিক্ষোভের সময় একটি গাড়িতে অগ্নিসংযোগ ও বেশ কিছু গাড়িতে ভাঙচুরও চালায় ইমরানের লোকজন। এ সময় বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’র জেলা ক্যামেরাপারসন সুমনকে বেধড়ক পিটিয়ে তার ক্যামেরা ছিনিয়ে আগুনেও পুড়িয়েছে তারা। অপরদিকে বিক্ষোভ ও অবরোধের কারণে রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাতমাথার দুই পাশে দুই পক্ষ অবস্থান নেয়ায়ে বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ এনে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ মজিদের বাড়িতে হামলা চালায় ক্ষুদ্ধ যুবলীগ নেতাকর্মীরা।
এ ঘটনায় রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার সকালে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
প্রসঙ্গত রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরান হোসেনকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় যুবলীগ কর্মীরা প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও বাড়িতে হামলা চালিয়েছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ইমরান সমর্থকরা যুবলীগের বিবদমান একটি গ্রুপের নেতা আশরাফুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া একটি প্রাইভেটকার ও মিনিবাস পুড়িয়ে দেয়া হয়। ভাংচুর করা হয় কয়েকটি যানবাহন। এরপর লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।