কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ গতকাল ইউপি নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ভোটে জয়লাভ করার পর এলাকায় প্রতিপক্ষ প্রার্থীর লোকজনকে মারধর এবং বিভিন্নভাবে হয়রানি করার ফলে এলাকাবাসীর দায়েরকৃত একটি মামলায় পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে ভোটেরপর উক্ত ইউপি মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী পিতা মৃত মইনুদ্দীন চৌধুরী, গ্রাম- নুনশাহার চৌধুরীপাড়া, মেম্বার পদে জয়লাভ করার পর থেকে প্রতিহিংসামূলক ক্ষমতার অপব্যবহার করে এসে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। সামান্য গরুকে গোসল করাকে কেন্দ্র করে এলাকাবাসীর লোকজনকে বেদম প্রহার করে। যার ফলে তারা একটি মামলা দায়ের করলে পুলিশ উক্ত ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম চৌধুরীকে আটক করে আদালতে সোপর্দ করে। এব্যাপারে এলাকাবাসী বলাবলি করছে যেমন কর্ম তেমন ফল।