
দিনাজপুর প্রতিনিধি : সোমবার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)’র আয়োজনে সিডিডি’র সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থিক সহযোগিতায় পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কর্মরত সিডিজেন এ্যাডভোকেসী ফোরাম (ক্যাফ) দিনাজপুর এর বাস্তবায়নে যৌন হয়রাণীর শিকার বাক্ ও মানুসিক প্রতিবন্ধী কন্যা শিশু মোছাঃ খুশি (১২)’র ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষে, অবিলম্বে দোষিদের গ্রেফতার ও খুশির পরিবারের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এবং পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সিডিসির স্ব-সংগঠনের প্রতিবন্ধী ব্যক্তিরা ছাড়াও দিনাজপুরের কর্মরত প্রতিবন্ধী সংগঠন প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন সংস্থা, ওয়াল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিবি, বাংলাদেশ বেকারত্ব দূরিকরণ সমিতি (বিবিডিএস) চিরিরবন্দর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, সহযোগিতায় দি লেপ্রসী মিশন বাংলাদেশ, আশার আলো প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন সদর দিনাজপুর ও সৈয়দপুর উপজেলার শার্প। মানববন্ধন কমূসূচীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটিজেন এ্যাডভোকেসী ফোরামের আহবায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, প্রনয় রোজারীও, বিলকিস আরা ফয়েজ, মোঃ জিল্লুর রহমান, মিঃ ডায়মন্ড, মোঃ শফিকুর ইসলাম, আব্দুস সাত্তার, আল মাসুদ, মমতা বেগম, খুশির বাবা আমিনুল ইসলাম, চাচা হবিবর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার মোঃ রুহুল অমিনের নিকট সাত দফা দাবী সম্বলিত স্মাকরলিপি প্রদান করা হয়। উল্লেখ্য চিরিরবনদর উপজেলার ২নং সাতনালা গ্রামের দরিদ্র পরিবারের মোঃ আমিনুল ইসলামের কন্যা বাক্ ও মানসিক প্রতিবন্ধী খুশিকে গত ১৬ অক্টোবর এলাকার টুরু মোহাম্মদের পুত্র আব্দুল মজিদ (৪৫) খুশিকে ধর্ষনের অপচেষ্ঠা চালায়। বিষয়টি জানা জানি হলে ইউনিয়ন পরিষদের মেম্বারের নেতৃত্বে মিমাংসার চেষ্ঠা করলে তা হয়নি। খুশির পিতা ন্যায় বিচার চেয়ে চিরিরবন্দর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি বরং অপরাধী পক্ষের একটি মিথ্যা মামলা নিয়ে ভিকটিমের পরিবারকে পুলিশি হয়রানী করে। পরে খুশির পিতা জেলা দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ মামলা দায়ের করেন। যার স্মারক নং ৭৩৩।