শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরের চেয়ারম্যানকে হাকিমপুরে সংবর্ধনা

রমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরে  বৃহস্পতিবার রাতে রংপুরের চন্দনপাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান  মো. আমিনুর ইসলামকে সংবর্ধনা প্রদান করেন। হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বাংলা হিলি কাস্টমস্ সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনে এ সংবর্ধনা প্রদান করেন।

এজাজ হোসেন ছোটনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তৃতা করেন, হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, আওয়ামীলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, হিলি স্থল বন্দর কাঁচামাল আমদানী-রপ্তানী কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন, সাবেক মেয়র কামাল হোসেন রাজ, আ.লীগ নেতা সোহরাব হোসেন মল্লিক প্রতাব প্রমুখ।