শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে সড়ক দূর্ঘটনায় ৩ ছাত্রদল নেতা নিহত

Accedentট্রাকের চাপায় নিহত হলেন রংপুরের মিঠাপুর উপজেলার ছাত্রদলের তিন নেতা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মিঠাপুর উপজেলার ডুলাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিঠাপুকুর উপজেলার ছাত্রদলের তিন নেতা ফিরোজ মাহমুদ, আরাফাত রহমান এবং মিজানুর রহমান। তারা রংপুর থেকে মিঠাপুর আসার সময় ডুলাপুর নামক স্থানে পৈাছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাদের মটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

এদিকে, বিএনপির দলীয় সূত্রে জানা গেছে বংপুরের কৃতিসন্তান হাবিবুল্লাহ নবী খান সোহেল ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হওয়ায় বংপুর জেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠন রংপুরে আনন্দ মিছিল বের করে। ওই মিছিল শেষে তিন নেতা  মিঠাপুকুরে ফেরার সময়  এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লাশ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক চালককে আটক করতে পারেনি।