
দিনাজপুর প্রতিনিধি : এনডিএফ দিনাজপুর এর পরিচালক মিঃ ভিক্টর লাকড়া বলেছেন আমরা আগে মনে করতাম দেশ স্বাধীন হলে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে কিন্তু দুঃখ জনক হলেও সত্য স্বাধীনতার ৪৩ বছর পার হলেও আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়ন হয়নি। এখনো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই। যার ফলে প্রতিনিয়ত আদিবাসীরা নির্যাতন, নিপিড়ন, নারী নির্যাতন, ভূমি দস্যুদের দারা জমি দখল, মামলা হামলার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। এর কারণ আমাদের খুঁুজে বের করতে হবে। আসুন এ ব্যাপারে আমরা আদিবাসীরা ঐক্যবদ্ধ এবং স্বোচ্চার হই।
গতকাল সোমাবর মাতাসাগর মান্ডলীক পালকীয় কেন্দ্রের মিলনায়তনে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) দিনাজপুরের আয়োজনে রংপুর বিভাগীয় আদিবাসী সম্প্রদায় ও বতমান প্রেক্ষাপট বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রণজিৎ কুমার রায়। প্রকল্প বিষয় বস্ত্ত নিয়ে তথ্য চিত্র প্রদর্শন করেন ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মেসমাউল সরকার। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এসইউপিকের মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাসটেইন এর ইঞ্জিঃ এসআই সফিক, পল্লীশ্রী’র মোঃ সেলিম, জিবিকে’র আব্দুল হাকিম মিয়া, সিডিএর মোঃ মকবুল হোসেন, আদিবাসী নেতা মিঃ সাদেক মুর্মু, মার্কুস হাসদা, কলম্বাস মার্ডি, পল্টু হাসদা, রুশিনা সরেন, অনিল আগ্গা প্রমুখ।