
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, মেধার বিকাশ ঘটাতে পড়াশুনার পাশাপাশী খেলাধুলা বিশেষ ভুমিকা রাখতে পারে। শিশু পরিবারের সদস্যদের উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং বড় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে বিশ্বে। সমাজসেবা পিছিয়ে জনগোষ্টির উন্নয়নে প্রসংশনীয় যে কাজগুলো করছে তার মধ্যে আজকের এই বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
গতকাল মঙ্গলবার রাজবাটী সরকারী শিশু পরিবার মাঠ চত্তরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর এর আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও,কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী,লালমনিরহাট পরিবারের সদস্যদের সহযোগিতায় রংপুর বিভাগীয় শিশু পরিবারের নিবাসীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তবে একথা বলেন। সমাজসেবা কার্যালয় দিনাজপুর এর উপ-পরিচালক আহসানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (কার্যক্রম) মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান। এ সময় ৮ জেলার উপ-পরিচালক বৃন্দ সহ দিনাজপুর জেলা-উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালণ করেন কাহারোল সমাজসেবা অফিসার আবিদা আফরিন। প্রধান অতিথি শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এবং মশাল প্রজ্জলিত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।