
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ রংপুর বিভাগে বুষ্টার এনার্জি বিস্কুট চ্যানেল আই ুদে গানরাজ প্রতিযোগিতা-২০১৫-এর সিলেকশন রাউন্ডে উন্নীত হয়েছেন দিনাজপুর জেলার সেতাবগঞ্জের মেয়ে মারিয়াম তাজমিন আঁচল। আচঁল সেতাবগঞ্জ পৌর শহরের শহীদপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেন বাচ্চুর কন্যা। মারিয়াম তাজমিন আঁচল প্রথম স্থান অধিকার করে অডিশন রাউন্ডে উন্নীত হওয়ায় তার ভবিষ্যত জীবনে সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আঁচল সেতাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের একটি পরিচিত মুখ। বর্তমানে সে সেতাবগঞ্জ হলিল্যান্ড স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করছে।