শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রংপুর বিভাগে গ্যাসের দাবীতে রোডমার্চ সফল করতে পঞ্চগড়ে মতবিনিময় সভা

রংপুর বিভাগে গ্যাসের দাবীতে আগামি ২০ ও ২২ মে রংপুর বিভাগের ৮ জেলায় রোডমার্চ সফল করতে পঞ্চগড়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েঠে। গতকাল শনিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রেসক্লাব কার্যালয়ে সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম এর পঞ্চগড় জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম রংপুর এর সভাপতি এস এম পিয়াল, সহ-সভাপতি মো: আজিজউল্লাহ, সহ-সভাপতি মাসুদার রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো: শাহজালালসহ জেলার সাংবাদিকগণ ও সুশীল সমাজের সুধীজনেরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে রংপুর বিভাগ উন্নয়নে বৈষম্যের শিকার হচ্ছে। তাই রংপুর বিভাগে গ্যাসের দাবীতে আগামি ২০ ও ২২ মে রংপুর বিভাগের ৮ জেলায় রোডমার্চ সফল করতে সকলের আহবান তারা।