
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে নির্বাচিত হয়েছেন। বিভাগীয় নির্বাচনী বোর্ড এ বছরের মূল্যায়নে সার্বিক বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত ঘোষনা করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় তার উদ্যোগ সহ অন্যান্য সকল ক্ষেত্রে তার অবদান বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া ভুমি প্রশাসনে শৃংখলা ফিরিয়ে আনার উদ্যোগ, দিনাজপুর মিউজিয়াম সংস্কার, জিমন্যাসিয়াম সংস্কার, স্টেশন ক্লাব সংস্কার, আইসিটি ক্ষেত্রে অবদান, বাস্কেটবল মাঠ নির্মান, রোলার স্কেটিং ট্র্যাক সহ ফ্রী ল্যান্সার বিনির্মানে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। সবশেষে ১৯৪৭ সালের পর দীর্ঘ সময় পরে দিনাজপুর রাজবাড়ীর ব্যাপক সংস্কার করেন তিনি। দিনাজপুর গেজেটিয়ার প্রণয়নে তিনি প্রশংসিত হয়েছেন সর্বমহলে।
তাঁর এই সাফল্যে অন লাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন অভিনন্দন জানিয়েছেন।