
আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর। বাংলাদেশের রাজনীতির ঘটনাবহুল রক্তাক্ত দিন। কথিত ওয়ান-ইলেভেন সৃষ্টির প্রেক্ষাপট বলা হয় এ দিনটিকে। ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পালাবদলের শেষ দিন ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক রাজনৈতিক সহিংস ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ১৩ জন। আহত হয় সহস্রাধিক মানুষ।
২৮ অক্টোবর উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির পৃথক কর্মসূচি পালন করে থাকে। মাঠে সরাসরি রাজনীতির সুযোগে সীমাবদ্ধতা থাকলেও ঘরোয়াভাবে দোয়া, কোরআন খনিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
২০০৬ সালের ওইদিন পল্টন ময়দানে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি ছিল। বিএনপি কর্মসূচি পালনে অবস্থান নেয় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আর জামায়াতে ইসলামীর কর্মসূচি ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে।
মহানগরীর বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে নিজ নিজ দলের কর্মসূচিস্থলে আসতে থাকে। এক পর্যায়ে পল্টনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
মুহূর্তের মধ্যে গুলি, ইটপাটকেল ও লগি-বৈঠার মিছিলে পুরো পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুপুরের পর সংঘর্ষ আরো মারাত্মক রূপ নিলে অসহায় পুলিশ পিছু হটে নিরাপদ স্থানে সরে যায়।
ওইদিনের সংঘর্ষে রাজধানীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয়জন এবং ছাত্রমৈত্রীর একজন কর্মী প্রাণ হারায়। প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যার পর লাশের ওপর উঠে নৃত্যের মতো ঘটনা ওইদিন টেলিভিশনের লাইভ সম্প্রচারের ফলে মানুষ দেখতে পায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সৃষ্টি হয় এক কলঙ্কজনক অধ্যায়। এরপরই নেমে আসে আলোচিত ওয়ান-ইলেভেন।
২৮ অক্টোবরের সংঘর্ষে পল্টনে জামায়াত-শিবিরের নিহত নেতাকর্মীরা হলেন- মোজাহিদুল ইসলাম, জসিম উদ্দিন (১), জসিম উদ্দিন (২), গোলাম কিবরিয়া শিপন, ফয়সাল ও হাবিবুর রহমান। আর পল্টন মোড়ে নিহত হন ছাত্রমৈত্রীর খিলগাঁও থানা সাধারণ সম্পাদক রাসেল খান।
এ ঘটনাকে কেন্দ্র করে পল্টন ও শাহবাগ থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়। পল্টন থানায় দায়ের পাল্টাপাল্টি দুটি মামলার একটি ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই প্রত্যাহার করে নিয়েছে। ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অন্য মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেয়া হয়। ওই মামলায় ১৪-দলীয় জোটের নেতাকর্মীরা আসামি ছিলেন।
অপরদিকে, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আসামি করে যে মামলাটি দায়ের হয়েছিল, তা উচ্চ আদালত স্থগিত করেছে। এই ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করেন পল্টন থানা জামায়াতের তৎকালীন আমির এ টি এম সিরাজুল হক। মামলা নম্বর ৬১, তারিখ ২৯.১০.২০০৬। এই মামলায় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল জলিল, তোফায়েল আহমদ, মোহাম্মদ নাসিম, আবদুর রাজ্জাক, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননসহ ৪০ জন এজাহার নামীয় আসামিসহ সহস্রাধিক আসামি করা হয়।
এরপর আহত মাসুম মারা যাওয়ার পরে ৩ নভেম্বর আর একটি সম্পূরক এজাহার দাখিল করা হয়। এই এজাহারে যুবলীগ সভাপতি জাহাঙ্গির কবির নানকসহ ২৩ জন এজাহার নামীয়সহ দুই শতাধিক লোককে আসামি করা হয়। এই অভিযোগপত্রটি দাখিল করেন মাসুমের ভাই মো. শামসুল আলম মাহবুব।
অপরদিকে, ছাত্রমৈত্রীর রাসেল খান নিহতের ঘটনায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ মোট ১০ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করা হয়। মামলার বাদি হয়েছেন ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল আহসান। মামলা নম্বর ৬২(১০)২০০৬। এই মামলায় ৬১ নম্বর মামলার বাদি সিরাজুল হককেও আসামি করা হয়।
এছাড়া সহিংস ঘটনায় আহত মিজানুর রহমান, রেজাউল করিম এবং অপর এক আহত আমানুর রহমান আমানের পক্ষে তার স্বজন আবদুর রাজ্জাক বাদি হয়ে পল্টন থানায় আরো পৃথক তিনটি মামলা দায়ের করেন। আশরাফুজ্জামান নামে অপর এক আহত রাজধানীর শাহবাগ এলাকায় একটি মামলা দায়ের করেন।
২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ড উপলক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, ২৮ অক্টোবর আমাদের জাতীয় ইতিহাসের একটি কলঙ্কিত দিন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সন্ত্রাসীরা হাইকমান্ডের নির্দেশে লগি-বৈঠার সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে সেদিন পল্টনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আটজনসহ ১৪ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে। আহত করে সহস্রাধিক নেতাকর্মীকে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা পল্টনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে তাদের হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা নিহতদের লাশের উপর উঠে উল্লাস-নৃত্য করেছিল। সেই লোমহর্ষক ও বর্বরোচিত হত্যাকাণ্ড দেশ ও সারা বিশ্বের মানুষ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিস্ময়ের সঙ্গে অবলোকন করেছেন। ওইদিন ১৪ দলসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে বর্বরতা সংঘটিত করেছে, তা মানব সভ্যতার এ যুগে কল্পনাও করা যায় না। আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি।
মকবুল আহমাদ বলেছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেদিনের শহীদদের স্মরণ করছি এবং তাদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।