মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রবিবার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে

bpআগামী রবিবার উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ লক্ষ্যে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এ সংক্রান্ত সভা হয়েছে। ইসি ইতিমধ্যে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদের ফরম তৈরির জন্য বিজি প্রেসে নির্দেশনা পাঠিয়েছে। ইসি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে দেশের অনেকগুলো উপজেলার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যেহেতু মেয়াদোত্তীর্ণ উপজেলাগুলোর নির্বাচন করতে হবে তাই পর্যায়ক্রমে এ নির্বাচনগুলো করা হবে। বর্তমানে দেশের ৪৮৭টি উপজেলার মধ্যে প্রায় অর্ধশতাধিক উপজেলার মেয়াদ শেষ হয়েছে। তাছাড়া জাতীয় নির্বাচনের কারণে অনেকগুলো উপজেলার উপনির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী রবিবার প্রাথমিকভাবে ৪০টি উপজেলার নির্বাচনের তফসির ঘোষণার ব্যাপারে ইসি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে মেয়াদ শেষ হওয়া পৌরসভা ও ইউপি নির্বাচন করার প্রস্তুতি রয়েছে ইসির। ইতিমধ্যে ৪৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। মূলত আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে পর্যায়ক্রমে ভোটগ্রহণের লক্ষ্য নিয়েই অগ্রসর হচ্ছে ইসি। ফেব্র“য়ারি শেষ সপ্তাহ থেকে এ নির্বাচন সংক্রান্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। পাশাপাশি সংসদ হালনাগাদকৃত ভোটার তালিকা দিয়েই এ নির্বাচন করার সিদ্ধান্ত নির্বাচনে সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসেই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে। আর এ নির্বাচনে সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৪৮৯ কোটি টাকা।

Spread the love