শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রবিবার দেশব্যাপী সম্মিলিত ইসলামি দলের হরতাল

আগামী ২৬ অক্টোবর রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সম্মিলিত ইসলামি দলসমূহ।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের মহাসচিব মওলানা জাফরুল্লাহ খান এ হরতালের ঘোষণা করেন। ইসলামি দলসমূহের বেধে দেয়া সময়ের মধ্যে পবিত্র হজ্ব ও তবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করা সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এ হরতাল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৫ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয় সম্মিলিত ইসলামী দল। ওই সময়ে গ্রেফতার না হওয়ায় ফের ২২ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ২৬ অক্টোবর হরতালের হুমকি দেয় সংগঠনটি। তারও আগে গত ৩০ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে সরকারকে ১৫ অক্টোরব পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসলামী এ দলগুলো।
সংবাদ সম্মেলনে মওলানা জাফরুল্লাহ খান বলেন, নাস্তিক মুরতাদ সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শরিয়ায় মোতাবেক বিচার করতে হবে। লতিফ সিদ্দিকী জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বার বার আলটিমেটামের সময় বাড়ানো পরও সরকার কোনো উদ্যোগ না নেয়ায় আমরা হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হচ্ছি। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে আইওয়াশ বলে মন্তব্য করে তিনি বলেন, দেশবাসীকে ধোকা দিয়ে বোকা বানানোর এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের পদ হারানো লতিফ সিদ্দিকী বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলাও করা হয়েছে। কয়েকটি মামলায় তার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Spread the love