রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রমজান মাসে বেগুন-মরিচসহ ৫টি পণ্য রপ্তানি নিষিদ্ধ

Bazerবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বেগুন, শসা, লেবু, কাঁচা মরিচ, ধনে পাতা, এ ৫টি পণ্য রমজান শেষ না হওয়া পর্যন্ত রপ্তানি নিষিদ্ধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি বলেন, ঈদের পর এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে তিনি আশা করেন।
মন্ত্রী জানান, ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, পণ্য মূল্য বাড়াবে না। বাণিজ্যমন্ত্রী আরও জানান, টিসিবির মজুদ ভালোই আছে। তবে আকস্মিকভাবে ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে। তাই মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। তিনি আজই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেবেন। চলতি সংসদ অধিবেশনে আইনটি সংসদে উপস্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন।
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে থাকা ফরমালিন আইনের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে। মন্ত্রী তোফায়েল আহমেদ আজ এ খসড়ায় স্বাক্ষর করেছেন। এ সময় বাণিজ্য সচিব, টিসিবি চেয়ারম্যান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, আমদানি-রফতানি অধিদফতরের মহাপরিচালক, রফতানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বুধবার থেকে রমজান শেষ না হওয়া পর্যন্ত এ ৫ পণ্যের রফতানি বন্ধ থাকবে। ঈদের পর এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী জানান, ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন যে তারা পণ্য মূল্য বাড়াবে না। তিনি বলেন, ফরমালিন আইন চলতি সংসদ অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে।