দিনাজপুর প্রতিনিধি : রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলী বলেছেন, কৃষিখাতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ উন্নয়নের অংশীদা হিসেবে রাকাব সুনামের সাথে সেবা দিয়ে আসছে। রাকাব পরিবারের সদস্য হিসেবে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকের সুখে দুঃখের সাথী হতে হবে। আমার বিশ্বাস আপনার যদি সঠিকভাবে কাজ করেন তাহলে রাকাবের উন্নয়ন অবশ্যই হবে। মনে রাখবেন, আমাদের সকলের জবাব দিহীতা নিশ্চিত করতে পারলে উত্তরবঙ্গে রাকাব একটি লাভজনক ব্যাংক হিসেবে পরিচিতি পাবে।
‘‘ সততা ও স্বচ্ছতার সাথে করব কাজ- রাকাবের মাথায় পড়াবো তাজ’’ – এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার পযটন মোটেল সম্মেলন কক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব (উত্তর-দক্ষিণ) জোনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে টাউন হল শীর্ষক মিটিং ২০১৪ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রাকাব রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাকাব ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রাকাব (দক্ষিণ) জোনাল ব্যবস্থাপক বীরেন্দ্র নাথ রায় ও উত্তর জোনাল ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান। দিন ব্যাপী টাউন হল মিটিং এ রাকাব উত্তর ও দক্ষিণ জোনের সকল কমকর্তা-কর্মচারীবৃন্দ নিজ নিজ শাখার অগ্রগতি পর্যালোচনা করে প্রতিবেদন উপস্থাপন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাকাব মাঝিপাড়া শাখার কর্মকর্তা আবুল কালাম আজাদ।