বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাকাব দিনাজপুর জোন (উত্তর) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায়

দিনাজপুর প্রতিনিধি: রাকাব (উত্তর) জোনাল ব্যবস্থাপক মোঃ তারিকুল আলম বলেছেন খেলাধুলাই পারে কর্মব্যস্ততার মধ্যে বিনোদন এবং সুস্থ্য মানুষিকতার বিকাশ ঘটাতে। খেলাধুলা দেহ ও মনকে সুন্দর করে এবং অবক্ষয় মুক্ত সমাজ গড়তে আগ্রণী ভূমিকা পালন করে।

গতকাল শনিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুর উত্তর জোন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০১৪এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলার রাকাবের পতাকা উত্তলন করেন বীর মুক্তিযোদ্ধা রামডুবি শাখা ব্যবস্থাপক একেএম মাহবুব আলম। খেলাধুলা পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া কমিটির সাধারন সম্পাদক দিনাজপুর রাকাব প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ তানজিম ইবনে মাহমুদ, মার্চপাস্ট এর নেতৃত্ব দেন বোর্ডহাট শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস সাত্তার।  সভা পরিচালনা করেন রাকাব বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি বিজয়ী রাকাব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের বিজয়ী ছেলেমেয়েদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Spread the love