
পল্টনে মুক্তি ভবনে বুধবার সকালে সিপিবি-বাসদের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান।
বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘মান্না সাহেব যদি অন্যায় করে থাকেন তাহলে তার বিচার হোক। কিন্তু তিনি যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান।’
তিনি বলেন, ‘দেশের বর্তমান সঙ্কট রাজনৈতিক। এই সঙ্কট পুলিশ ও র্যাব দিয়ে উত্তরণ করা যাবে না। এ জন্য অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করে সকল দল নিয়ে সংলাপে বসা উচিত। তাহলে আর জামায়াত নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।’
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘কারও বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতেই পারে। আইনকে স্বাভাবিক গতিতেই চলতে দেওয়া উচিত। খালেদার বিচার যেন সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হয়।’
আবু জাফর আহমেদ বলেন, ‘মান্না সংলাপের কথা বলেছেন আমরাও করছি। তবে মান্না সাহেবের আটক আমাদের উদ্যোগকে বাধাগ্রস্ত করবে না। আমাদের ওপর কোনো চাপও আসবে না। কারণ, মান্না সাহেব তো আর আমাদের জোটে ছিলেন না।’
দেশের বর্তমান সঙ্কটকে রাজনৈতিক সঙ্কট উল্লেখ করে এ থেকে উত্তরণের জন্য সরকারকে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণের আহ্বানও জানায় দল দুটি। এ জন্য সরকারকে জামায়াতে ইসলামী বাদে দেশের সকল নিবন্ধিত, অনিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সিপিবি-বাসদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ। উপস্থিত ছিলেন— বাসদের সদস্য বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক মিলু ও সিপিবির সাজ্জাদ জহির চন্দন।