শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় র্দূগাপুজার বিজয়া দশমীর প্রতিমা বির্সজন শেষে ভক্ত অনুরাগীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিজয়া পূর্ণমিলনী সঙ্গীতানুষ্ঠান।
গত ৫ অক্টোবর রবিবার সন্ধায় দিনাজপুর রাজবাড়ী র্দূগা মন্ডপ প্রাঙ্গনে রাজ দেবোত্তর এস্টেট দিনাজপুরের আয়োজনে বিজয়া পূর্ণমিলনী সঙ্গীতানুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন করেন রাজদেবোত্তর এস্টেট দিনাজপুরের নির্বাহী সদস্য ও এইচআরসিবিএম’র সভাপতি প্রেমনাথ রায়।
প্রধান অতিথির বক্তব্যে রাজদেবোত্তর এস্টেট দিনাজপুরের নির্বাহী সদস্য ও এইচআরসিবিএম’র সভাপতি প্রেমনাথ রায় বলেন, আমরা মায়ের বিদায়কে স্মরনীয় করে রাখতেই সবাইকে একত্রিত করেছি এবং সকলের দুঃখ বেদনোকে ভাগাভাগি করে নিতে চাই, সকল ভক্ত অনুরাগীরা যেন আগামী দিনে আবারো মায়ের দর্শন পায় সে জন্যে তিনি ভগবানের কাছে সকলের সুস্বাস্থ্য প্রত্যাশা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার আরডিসি নাহিদ হাসান, রাজদেবোত্তর এস্টেট দিনাজপুরের নির্বাহী সদস্য অমল দাস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুনিল মজুমদার, সমাজসেবক অবিনাশ ঘোষ।
রবিবার সন্ধায় রাজবাড়ী দূর্গাপুজা মন্ডপ প্রাঙ্গন বিজয়া পূর্ণমিলনী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনস্থল কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় বিভিন্ন স্থান থেকে আগত দর্শকস্রোতার ভীরে। স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্ত পরিবেশনার মাধ্যমে আগত দর্শকস্রোতাদের সারাক্ষন মাতিয়ে রাখে।
বিজয়া পূর্ণমিলনী সঙ্গীতানুষ্ঠানটি জয়মত্ম ঘোষের সার্বিক সহযোগীতায় পরিচালনা করেন প্রদীপ ঘোষ। ##