সাব্বির হোসেন অনিক (স্টাফ রিপোর্টার) ঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল
ঘোষণার পর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় এলাকায় অবস্থিত নির্বাচন
কমিশনের আঞ্চলিক অফিসে ককটেল হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত
হয় নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে দুইজন লোক একটি
মোটরসাইকেল থেকে নির্বাচন কমিশনের অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এসময় তারা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ওই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর নির্বাচন কমিশন কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।