রাজশাহী থেকে সাব্বির হোসেন অনিক: রাজশাহীতে হরতালের সমর্থনে গতকাল শনিবার ১৮ দলের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্রশিবির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় নগরীর মতিহার থানায় প্রায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরোও জানান, শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম নিজে বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এই মামলা দায়ের করেন।
এই মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে প্রায় ৫০০ জন জামায়েত-শিবির ও বিএনপির নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। শনিবার সংঘর্ষের ঘটনার পর আটক ২৫ জনের মধ্যে ১২ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষে ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্র ও ২৯ নং ওয়ার্ড ছাত্রশিবিরের অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম ওরফে রান্টু (২৩) নিহত হয়েছেন।
তবে শিবির নেতা নিহতের ঘটনায় সকাল পর্যন্ত মতিহার থানায় কোনো মামলা হয়নি।