
মোঃ লিটন হোসেন আকাশ ॥ দিনাজপুরে প্রথমবারের মত আবু তৈয়ব আলী দুলাল প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর কোয়াটার ফাইনাল খেলায় কিশোর ফুটবল একাডেমী রাজশাহী কে এক শুন্য গোলে হারিয়ে বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা সেমিফাইনালে।
শাপলা যুব ও ক্রীড়া সংঘ এর আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রঙ্গণে ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বিকাল ৪ ঘটিকায় টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও পাবনা সুইট এর স্বত্তাধিকারী শ্যামল কুমার ঘোষ ও জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সাম্পাদক ও দিলশাদ এর স্বত্তাধিকারী মাজেদুর রহমান দুলাল। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সদস্য সচিব এস এম রাফায়েত হোসেন রাফু, দিনাজপুর জেলা দলের সাবেক ফুটবল খেলোয়ার মাসুদ রানা, সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাবেক খেলোয়াড় আবু তাহের,শহিদুল ইসলাম সেন্টু, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, সালিকীন রানা, শাপলা যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, উপশহর ৫ নং সমাজ কল্যান সমিতির সভাপতি আফতাব আলম বাবু, প্রমুখ।
কিশোর ফুটবল একাডেমী রাজশাহী কে এক শুন্য গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। খেলাটি পরিচালনা করেন রেফারী ওবাইদুর রহমান, সহকারি রেফারী বিপ্লব ও ফাইজার রহমান। বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলের গোল রক্ষক দুদান্ত সেভ করে ম্যান অব দ্যা ম্যাচ হয়ে এক হাজার টাকার প্রাইজমানি নিজের করে নেন গোলরক্ষক রাকিব। একমাত্র গোলদাতা মোঃ আশিক এক হাজার টাকার প্রইজমানি দিয়ে সম্মানী করা হয়।
২২ সেপ্টেম্বর ২০২৩ ইং শুক্রবার প্রথম সেমিফাইনালে বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবেন জয়পুরহাট জেলা দল। টুর্নামেন্টটি সফল ভাবে সমাপ্তি করার লক্ষে সকলের সহযোগিতা ও সকলকে মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। খেলাটি সরাসরি শরীফ ভিডিও বীরগঞ্জের ফেসবুকে সরাসরি সম্প্রসারণ করা হচ্ছে।