রাজাপুর, ঝালকাঠী : ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস এলাকার শহরে প্রবেশ দ্বারের এলজিইডির সড়কটি বড় বড় গর্ত আর খানাখন্দে পানি জমে ধান ক্ষেতে পরিনত হয়েছে। তবুও প্রতিকারের কোন উদ্যোগ চোখে পড়ছে না। এ সড়কটির এই জায়গাটিতে প্রত্যেক বছরই এ অবস্থার সৃষ্টি হয়। কিন্তু কার্যকরি কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ সড়কটি দিয়ে বিভিন্ন সময় এমপি, প্রত্যেকদিনই উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন বিশিষ্ট জনরা যাতায়াত করেন। কিন্তু রাসত্মা খারাপ থাকলেও তাদের তেমন কোন সমস্যা হয় না, কারন তারা থাকেন দামি গাড়িতে। যত দুর্ভোগ তো সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের। সরেজমিনে দেখা গেছে, বর্ষার পানি আটকে জমাট বেধে রয়েছে। ভারি যানবাহন ও রিক্সার চাকায় ছিটকে ওঠা কর্দমাক্ত পানিতে পথচারিদের পোষাক ও ব্যবসায়ীদের দোকানের মালপত্র ক্ষতি সাধন হচ্ছে। পীচ উঠে লালচে বর্ণ ধারণ করেছে এসড়কটিতে। কয়েকদিন আগে সড়কটিতে ইটের খোয়া ফেলা হলেও জানি জমাটের কারনে ওই ইটের খোয়া কাদায় পরিনত হয়েছে। যা কোন আসেনি। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী লুতফর রহমান বলেন, ওই রাস্তা সংস্কারের জন্য বর্তমানে কোন বরাদ্দ নেই। কিছুদিন আগে ব্যক্তি উদ্যোগে এক ঠিকাদার ৫ ট্রাক ইট ফেলেছিলো। কিন্তু বর্তমানে আবার রাস্তাটি খারাপ হয়ে গেছে।
রাজাপুর সদরের সড়ক তো নয় যেন ধান ক্ষেত!
Please follow and like us: