কেন্দ্রীয় সরকারের আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্ত স্থগিতের পাশাপাশি মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৬ মার্চ ধার্য করেছে সুপ্রিম কোর্ট। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ঘোষণা করেছিলেন রাজিব গান্ধী হত্যায় সাজাপ্রাপ্ত সাত জনকেই মুক্তি দেবে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে এ দিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। এ ক্ষেত্রে ফৌজদারির কার্যবিধির ৪৩৫ নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের কাছে নাম মাত্র অনুমতি চাওয়া হবে। তবে তা না মিললে ৪৩২ ধারা প্রয়োগ করে রাজ্য সরকারই সাজাপ্রাপ্তদের মুক্তি দেবে। এ দিন প্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে জানান, রাজিব গান্ধী হত্যা ছিল দেশের আত্মার ওপর আক্রমণ। তামিলনাড়ু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনত সঠিক নয। দলের আর এক শীর্ষ নেতা মনীশ তিওয়ারি সাংবাদিকদের বলেন, রাজিব গান্ধীকে হত্যা করে সন্ত্রাসবাদিরা দেশের ঐক্য ও অখন্ডতার ওপর প্রশ্ন তুলেছিল। কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এতে ন্যায় ব্যবস্থার ওপর মানুষ আস্তা হারাবে। এ ব্যাপারে বুধবারই দলের সাধারণ সম্পাদক অজয় মাকেন জানিয়েছিলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। ফলে প্রত্যাশা মতো এই সিদ্ধান্তে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া ছিল সময়ের অপেক্ষা।