বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীরবন্দর মহিলা কলেজ পরীক্ষায় নকল করার সুবিধা উৎকোচ গ্রহণের অভিযোগ

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলাধীন রাণীরবন্দর মহিলা কলেজ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি প্রোগ্রাম পরীক্ষায় নকল করার সুবিধা দিতে শিক্ষার্থীদের নিকট উৎকোচ গ্রহণের অভিযোগ কো অর্ডিনেটর ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক’র বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, রাণীরবন্দর মহিলা কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি প্রোগ্রামে প্রথম ও দ্বিতীয় বর্ষ পরীক্ষা আজ থেকে যথাক্রমে সকালে ও বিকেলে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কো অর্ডিনেটর ও রাণীরবন্দর মহিলা কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক পরীক্ষায় অংশগ্রহনকারী প্রায় ৩’শ শিক্ষার্থীদের কলেজে ডেকে এনে নকল করার জন্য জনপ্রতি ১ থেকে দেড় হাজার টাকা উৎকোচ গ্রহণের প্রস্তাব দেন বলে পরীক্ষার্থীরা জানান। এতে অনেক পরীক্ষার্থীই নাকি কো অর্ডিনেটরের চাহিদাকে পুরণ করতে পেরেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থী। আর চাহিদা মাফিক টাকা দিতে না পারলে নকল করতে কো অর্ডিনেটর দিবেন না বলে এটাও জানা যায়।

এ ব্যাপারে রাণীরবন্দর মহিলা কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচ এস সি প্রোগ্রামের কো অর্ডিনেটর মো. আমিনুল হক’র সাথে গতকাল সন্ধ্যায় মোবাইল ফোনে প্রতিবেদক যোগাযোগ করলে তিনি সদুত্তর না দিয়ে কল কেটে দেন।

এ ব্যাপারে রাণীরবন্দর মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান গতকাল সন্ধ্যায় মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, এ ব্যাপারে কোন অভিযোগ তিনি পাননি। যদি যথোপযুক্ত অভিযোগ থাকে, তাহলে তাঁর নিকট পাঠিয়ে দিতে বলেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

Spread the love