ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সেকায়েপ এর আওতায় পিএমটি ভিত্তিক উপবৃত্তি কর্মসূচির জনসচেনতা বৃদ্ধির দিন ব্যাপী কর্মশালা অনূষ্ঠিত হয়।
উপজেলা হল রুমে আজ বুধবার কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, ইউপি চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়, সাবেক প্রধান শিক্ষক আঃ হামিদ, হাজির উদ্দীন, কৃষি উপ সহকারী কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রকৌশলীর উদ্যোগে, সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট (সেকায়েপ) প্রকল্পের দিন ব্যাপী কর্মশালা উপজেলা প্রশাসন, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এসএমসির প্রতিনিধি ও সুশিলসমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।