
রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ২৯শে নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে রানীশংকৈলে ওর্য়ার্কাস পাটির এক পদ যাত্রার র্যালী হয়। র্যালীটি ডিগ্রী কলেজ হতে শূরু করে শহরের বিভিন্ন স্থান প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে শেষ হয়। দুনিয়ার মজদুর এক হও শ্লোগানে অংশ গ্রহণ করেন গ্রাম থেকে আসা সর্বস্তরের নেতা কর্মি ও ওর্য়ার্কাস পাটির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী (সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩) কেন্দ্রীয় কমিটির সদস্য, জন নেতা মাহমুদুল হাসান মানিক,এ্যাডভোকেট ফয়জুল হক, সাধারণ সম্পাদক জেলা ওর্য়ার্কাস পাটি, অধ্যক্ষ তাজুল ইসলাম জেলা সদস্য ওর্য়ার্কাস পাটি, তৈমুর হোসেন, জেলা ওর্য়ার্কাস পাটি সদস্য, সাদেকুল ইসলাম,আলমগীর হোসেন পথ সভা পরিচালনা করেন। দিনাজপুরে আশা সদর-১ ব্রাঞ্চ আয়োজিত