ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে গত ৬ নভেম্বর বিকালে সান্তা কমিউনিটি সেন্টারের উদ্ভোধন করা করা হয়। এতে আলহাজ্ব গোলাম রব্বানী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার স্বাগত বক্তব্য রাখেন শান্তা কমিউনিটি সেন্টারের মালিক হাজির উদ্দীন হাজু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আওয়ামী লীগ সভাপতি সইদুল হক, বিএনপি সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ (ভার) জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক এজেড আবু সুলতান,সাবেক পৌর সম্পাদক শামসুল আরেফিন। শেষে অতিথিদ্বয় আনুষ্ঠানিক ভাবে কমিউনিটি সেন্টারের উদ্ভোধন করেন।