শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈলে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

মোঃ জিয়াউর রহমান (জিয়া)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শিক্ষা কল্যাণ ট্রাষ্টের আয়োজনে ‘‘ স্বপ্ন নিয়ে এগিয়ে যাও’’ শেস্নাগানকে সামনে রেখে বৃহস্পতিবার উপজেলার ৩৭৯ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলামের সভাপতিত্তে গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয়ের সংসদিয় সভাপতি এবং ঠাকুরগাও-২ আসনের সাংসদ মোঃ দবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাষ্টার, সারোয়ার হোসেন মিঠু শিক্ষা সচিব, কল্যাণ ট্রাষ্টের সভাপতি মোঃ আব্দুল হামিদ. ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ক্রীড়া সংস্কৃতি সংগঠক মোঃ তাজুল ইসলাম, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মাষ্টার,নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম পুতুল। আরো বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, আইয়ুব আলী, রাজিকুল্লা, অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রেস ক্লাব সভাপতি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, আনিশুর রহমান, লুৎফর রহমান, প্রভাতি রায় প্রমুখ। প্রাথমিক বৃত্তি ট্যালেন্ট ৩৮, সাধারণে ৭০, এবতেদায়ী ট্যালেন্ট ৭, সাধারণ ১৩, জুনিয়র বৃত্তি ট্যালেন্ট ১৭, সাধারণ ৩৭, দাখিল জুনিয়র ট্যালেন্ট ৩, সাধারণ ৬, এসএসসি জিপিও (৩.৫) ১৪২, দাখিল ৪, এসএসসি ভোকেশনাপল ৫, এইচ এসসি(৫) ২৭, এইচ এসসি বিএম ৭ ও আলিম জিপিও (৩.৫) এ ৩জনসহ সর্বমোট ৩৭৯ জনকে পুরস্কৃত করা হয়।

Spread the love