বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈলে জামায়াত বিএনপির ২২ নেতাকর্মী গ্রেফতার

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে মানবতা বিরোধী  মামলায় মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষনাকে কেন্দ্র করে জামায়াত শিবিরের লোকজন ২৯ অক্টোবর পৌর শহরের চৌরাস্তা মোড় হতে ডাবতলী মোড় পর্যন্ত সন্ধ্যায়  হরতালের পক্ষে মিছিল করে। সে সময় পুলিশ বিভিন্ন স্থান হতে ২২ জনকে আটক করে। ওই রাতেই অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত  অজ্ঞাত কারণে গ্রেফতারকৃত ৫ জন আসামীকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।এ ব্যাপারে থানার এস আই রেজওয়ানুল হক মন্ডল বাদী হয়ে  উপজেলার নিয়ানপু কাঠালতলি গ্রামের হাসান আলী (২৯) ফেরাজুল (১৯) পদমপুর গ্রামের সেন্টু (২৫) আলিম (২৪) দক্ষিন বাঁশবাড়ি গ্রামের আলাউদ্দীন (২৬) আঃ রফিক (৩৮) বেলতলি গ্রামের আজাদ (২০) জাহিদুর (১৮) শালবাড়ি গ্রামে এলাকার নূরইসলাম (২২) নূরজামান (১৮) ফারুক (১৫) তাহেরুল (১৮) ইমরান (১৫) আনোয়ার (১৪) মিলন (১৪) শামিন (১৪) সহ ১৭  জনের বিরুদ্ধে আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ দমন আইনে ৪-৫ ধারায় মামলা করে। এছাড়াও আটককৃত নিয়ানপুর গ্রামের জালাল উদ্দীন, সাদেকুল,কুদ্দুশ,নাজমুল,সুয়েল সহ অপর ৫ জনকে ওসি রাতের অন্ধ্যকারে ছেড়ে দেয়। ওসি সুুকুমার মোহন্ত জানান, জামায়াত সমর্থিত একদল লোকজন শহরে  মিছিল করছিল । এসময় তাদের কিছুলোকজনকে আটক করা হয়। এদিকে আটককৃত আসামীরা বলেন, তারা টেম্পুযোগে চেকপোষ্ট এলাকায় তাফসিরুল মহফিল শোনার জন্য যাচ্ছিল এ সময় তাদের আটক করে থানা পুলিশ। পর দিন বৃহস্পতিবার ১৭ জন কে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Spread the love