রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র রাণীশংকৈল উপজেলা সড়কের বেহাল দশা। সড়কটি বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলেই সড়কটি পানিতে ডুবে যায়, মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন ও এলাকাবাসীকে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বড় পুল থেকে শিবদীঘি পর্যন্ত নাজাহাল অবস্থা, পাদুকা ব্যবসায়ী লোকমান সরকার বলেন- রাস্তার বেহাল দশায় শুধু শহর বাসী নয় রাণীশংকৈলের দোকান-পাটে বেচা-কেনায় জনর্দূভোগ পোহাতে হয় । হরিপুর, বালিয়াডাঙ্গী থেকে রাণীশংকৈল পীরগঞ্জ উপজেলায় চলাচলের জন্য প্রধান সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকাগামী দূরপাল্লাার ৬০টি বাস চলাচল করে। বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন রাণীশংকৈল উপজেলা হয়ে বিভিন্ন উপজেলা ও জেলায় এবং কি ঢাকা শহরে যাতায়াত করে। এছাড়াও এই সড়কের ধারে উপজেলা পরিষদ, থানা, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, খাদ্য গুদামসহ উপজেলা অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বিদ্যমান রয়েছে। ফলে রাস্থাটি অতি জরুরীভাবে মেরামত করা দরকার। এছাড়াও ৮টি ইউনিয়ন, পৌরসভা সহ তিনটি উপজেলায় যাতায়াতের এটিই একমাত্র পথ। সড়কটি অনেক বছর যাবৎ সংস্কার না হওয়ায় এই সড়কটি এখন মানুষ ও যানবাহন চলাচলের অমত্মরায় হয়ে পড়েছে। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী বলেন- সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলা হয়েছে। বর্ষাকাল হওয়ায় এটি প্রাথমিকভাবে সংস্কারের পদক্ষেপ নেয়া হবে। ৩০১ মহিলা এমপি সেলিনা জাহান লিটা বলেন- হরিপুর হতে রাণীশংকৈল-পীরগঞ্জ হয়ে ঠাকুরগাঁও পর্যন্ত রাস্তাটি জরুরীভাবে সংস্কারের জন্য সংসদে উপস্থাপন করা হয়েছে। এই সড়কটির অবস্থা বর্তমানে খুব করুণ। এতে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন হচ্ছে তেমনি দূর্ঘটনাও বাড়ছে। সেই সাথে দিন দিন জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে রানীশংকৈল উপজেলায় ২ জন সংসদ সদস্য থাকার পর ও প্রধান সড়কটির এমন দর্শা হওয়ায়। এলাকার জনসাধারণ সংশিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হসত্মক্ষেপ কামনা করছেন।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ