শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈলে শেখ মুজিবের ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় ১৫ আগষ্ট সোমবার সকালে স্বাধীনতার

মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে খন্দকার নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-৩। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা-৩০১।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক মাস্টার, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহ সভাপতি সফিকুল আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি বুলু, পৌরমেয়র আলমগীর সরকার, প্রেস ক্লাব সেক্রেটারী সফিকুল ইসলাম শিল্পী, আ’লীগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ, উপজেলা কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ। উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার মুল চত্বরে ফিরে আসে। অনুষ্ঠানের অংশ হিসাবে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা ও কবিতা আবৃতি করতে দেখা যায়।