ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়। দিবসটি পালনে রাত ১২.১ মিনিটে খুনিয়া দীঘির পারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার ডিগ্রী কলেজ মাঠে দিন ব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্যদিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সইদুল হক,অধ্যক্ষতাজুল ইসলাম(ভার)অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিদেশী চন্দ্র রায়,সিরাজুল ইসলাম,প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,আনোয়ারুর ইসলাম,আ’লীগ সম্পাদক তাজউদ্দীন(ভার)সাবেক প্রধান শিক্ষক হাজির উদ্দীন ছাত্রলীগ কেন্দ্রিয় সহ-সভাপতি শাহরিয়ার আজম মুন্না।
অপরদিকে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আমজুয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ক্লাব দিবসটি পালন করে।