ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের চাঁদনী সিনেমাহলের ঊওর দিকে বাহারুলের হোটেলসহ, বিভিন্ন হোটেলে অস্ব্যাস্থকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। একদিকে এ খাবার খেয়ে মানুষ জীবন ধারন করে অথচ এসব বাসি ও পচাঁ খাবার খেয়ে মানুষ নানা জটিল রোগের স্বীকার হচেছ। এরকম ঊপজেলার কমবেশী অনেক ভাতের হোটেল রেস্তোরা ও চা দোকান গুলোতে এবং কি বেকারী গুলিতেও ভেজাল অস্ব্যাকর খাদ্য তেরী হচ্ছে। এতে জনগণ হুমকির সম্মুক্ষিন হচেছ ,বিষয়টি খাদ্য পরিদর্শকের নজর দেয়া জরুরী হয়ে পড়েছে। এবিষয়ে খাদ্য পরিদর্শক সরওয়ার হোসেনের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি তরিৎ ব্যবস্থা গ্রহন করে আইনের আওতায় আনা হবে।
রাণীশংকৈলে হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর খাবার পরিবেশন
Please follow and like us: