রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাণীশংকৈল ডিগ্রী কলেজের চারু-কলা বিভাগ কবে হবে এম পিও ভুক্ত, শুধু প্রহর গুনছে!!

মোঃ জিয়াউর রহমান জিয়া-

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) ঃ সমাজে ক্রমবর্ধমান চাহিদার আলোকে চারু ও কারু কলা এখন আর সৌখিনতার বৃত্তে আবদ্ধ নেই। জাতীয় শিক্ষানীতি ২০১০-এ তাই এটিকে একটি পেশা ভিত্তিক শিক্ষা হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অথচ পরিতাপের বিষয় আমলাতান্ত্রিক ঔদাসীন্যের কারণে চারু ও কারু কলা বিষয়টি এখন প্রাথমিক ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে অবহেলিত বিষয়ে পরিণত হয়েছে। বর্তমান শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চারু ও কারু কলা বিষয়টি আবশ্যিক। এর জন্য বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। অথচ দেশের প্রায় সকল সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে একজন করে চারু ও কারু কলা বিষয়ে পদ করে এম,পি,ও চালু এবং শিক্ষক নিয়োগ অত্যন্ত জরুরি। এদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি এম,পি,ও ভূক্ত কলেজ গুলোতে চারু ও কারু কলা বিষয়টি দেশের প্রায় সব বোর্ডের অধীনে চারু ও কারু কলা শিক্ষক নিয়োগ এবং পাঠ দান হয়ে আসছে। চারু ও কারু কলা এই সৃষ্টিশীল বিষয়ে পড়া লেখা করে সরকারি ও বেসরকারি প্রায় সব ধরনের প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ সৃষ্টি হয়ে আসছে। সকল বেসরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে (চারু ও কারু কলা- ২২৫, ২২৬) শিক্ষকদের এম,পি,ও ভুক্তির ক্ষেত্রে সরকারের শিক্ষামন্ত্রণালয়ের সু-দৃষ্টি দেওয়া একামত্ম জরুরি। কারণ চারু ও কারু কলার দেশের প্রায় কলেজের শিক্ষকগণ সরকারি এম,পি,ও ভুক্তি হওয়ার অপেক্ষায় শিক্ষা ভবনে আবেদন পত্র সহ কাগজ পত্রাদী জমা করেছেন এবং অপেক্ষায় দিন গুনছেন। সংশ্লিষ্ট পদটি যেন এম,পি,ও ভুক্ত হয়। আবেগে আপ্লুত হয়ে – রাণীশংকৈল ডিগ্রী কলেজের চারু ও কারু কলা বিভাগের প্রভাষক মোঃ সফিকুল ইসলাম বলেন-আমাদের প্রতি র্কতৃপক্ষ একটু সদয় হলেই বেচেঁ যাবে চারু ও কারু বিভাগ। আকাঁ হবে বৈচিত্রময় পৃথিবীর নানা মনোরম দৃশ্য। ফুটে উঠবে গ্রামের নানা ঐতিহ্য। শিক্ষা মন্ত্রণালয়ের ২৬ নভেম্বর ২০১৩ খ্রিঃ একটি পরিপত্রে চারু ও কারু কলা বিষয়টি এম,পি,ও ভুক্তি হবে এবং নিবন্ধন বাধ্যতামূলক নয় এমনটি সংশোধিত হলেও শুধুমাত্র দেশের আর্ট কলেজ/ চারু কলা মহাবিদ্যালয় শিক্ষকদের এম,পি,ও দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। অথচ উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাধারণ বেসরকারি কলেজের চারু কলা শিক্ষকদেও এম,পি,ও বিষয়টি অস্পষ্ট রেখে শিক্ষা মন্ত্রণালয়ের চারম্ন কলা শিক্ষকদের হতাশা ও দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। যা সারা দেশের বেসরকারী সাধারণ চারু ও কারু কলা বিভাগের প্রভাষকদের দাবী।

মোঃ জিয়াউর রহমান (জিয়া)

রাণীশংকৈল,ঠাকুরগাঁও।

Spread the love