রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রাণীশংকৈল হাসপাতালে গর্ভবর্তী মা সেবা থেকে বঞ্চিত

ঠাকুরগায়ের রাণীশংকৈল হাসপাতালে গর্ভবর্তী মা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বাজেবক্সা গ্রামের গর্ভবর্তী মা রেশমী গত ২ দিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিল। বৃহস্পতিবার গর্ভবর্তী মার তলপেটে প্রচন্ড ব্যাথা উঠলে হাসপাতালে কর্মরত নার্স শুরাইয়া, কহিনুর জাহানারা টাকার লোভে রুগীর লোকজনকে হরিপুর নামক ক্লিনিকে রুগীকে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় বলে রুগীর শশুড় আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে নার্স শুরাইয়া, কহিনুর, জাহানারা এবং সাবিনা বলেন, রুগীর বেগতিক অবস্থা দেখে ক্লিনিকে রেফার্ড করা হয়েছে। ডাঃ হাসিনা বলেন, গর্ভবর্তী মাকে রেফার্ড করা হয়েছে এখবর আমি জানি না। নার্স নিজেরাই রেফার্ড করেছে।
এদিকে রুগীর লোকজন জানান, হাসপাতালের সুইপার চামেলি রুগীকে সাথে করে হরিপুর ক্লিনিকে নিয়ে গেছে। জানা গেছে, একজন গর্ভবর্তী মাকে ক্লিনিকে দিলে, ক্লিনিক কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে ১ হাজার টাকা বকশিস দিয়ে থাকেন। এভাবে গ্রামের গরীব গর্ভবর্তী মায়েরা হাসপাতালে চিকিৎসা এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রসঙ্গে স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, হাসপাতালে সিজারিয়ানের কার্যক্রম না থাকায় এমনটি হচ্ছে। ১০ মে হতে গর্ভবতী মাদের সিজারিয়ান শুরু করা হবে।