শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাতের অভিসার বাদ দিন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাতের অভিসার বাদ দিন। দিবালোকে কাজ করুন।  গোপন বৈঠকে যেসব সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজ শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সার্ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও মালয়েশিয়া সফরের বিষয়ে এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশ পাশে না থাকলে আমরা একেবারে মরে যাব না। কারণ আমাদের মুক্তিযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছিল। তারপরও দেশ স্বাধীন হয়েছিল। তাই এখনও কোন দেশকে পাশে না পেলে কোন বাংলাদেশের সমস্যা হবে না। এছাড়া গত ৫ই জানুয়ারির নির্বাচন বন্ধ করতে যুক্তরাষ্ট্র সব রকম চেষ্টাই করেছিল বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন, তিনি বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করেছেন। কেউ যদি কোন মতামত দিয়ে থাকেন তাহলে সে দায়িত্ব তার। তাকে গিয়ে জিজ্ঞাসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বোর্ডের অনুমোদন ছাড়াই পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিলেন, আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশেই তা করা হয়েছিল বলে শোনা গেছে। আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হয়েছিল। কিন্তু সারা বিশ্ব তন্ন তন্ন করে খুঁজেও প্রমাণ পায়নি। কোন সমস্যা হলেই কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়ে যাবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, একাত্তরেও যুক্তরাষ্ট্র বিরুদ্ধে ছিল, বাংলাদেশ শেষ হয়ে যায়নি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তিন দিনের মালয়েশিয়া সফরকে অত্যন্ত সফল ও কার্যকর বলে মন্তব্য করে বলেন, মালয়েশিয়া সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হয়েছে। মালয়েশিয়ার সার্বিক উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা স্বীকার করেছেন সেদেশের তিনি। তিন দিনের মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে পৌঁছান শেখ হাসিনা। এ সফরে জনশক্তি রপ্তানি, ভিসা প্রক্রিয়া সহজ এবং পর্যটন ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি চুক্তি, দুটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।

Spread the love