
ভয়াবহ রানা প্লাজা ধসের ১৮ মাস পেরুল আজ। এখনো অনেকে নিখোজ সজনের শোকে পাথর । তাদের আশা ছিল অন্তত পক্ষে নিখোজ সজনের লাশাটা ফেরত পাওয়া।সে আশা নিজে অনেকে বেচে আছে। অনেকে আবার দু:স্বপ্নের স্মৃতি আর ক্ষত নিয়ে কোন মতে বেচে আছে। ঘটনার কেউ তাদের খবর রাখেনি।
শুক্রবার সকালে ‘রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের বঞ্চিত করা চলবে না, কেউ কম কেউ বেশি এই ক্ষতিপূরণ মানি না-’ এমন একটি স্লোগান মুখে নিয়ে সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের তিনটি সংগঠন।
বিক্ষোভ সমাবেশে এ সময় বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের দাবি জানিয়ে বলেন, “এখনো অনেক শ্রমিক তাদের ন্যায্য ক্ষতিপূরণ পায়নি। অনেক কষ্টে তারা জীবন অতিবাহিত করছে। গার্মেন্ট মালিকরাও এ নিয়ে উদাসীনতা দেখাচ্ছে। সরকারিভাবেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।”
বক্তারা এ সময় আরো বলেন, “গার্মেন্টগুলোতে সকল পোশাক শ্রমিকের বেতন ও বোনাস নিশ্চিত করতে হবে।” এছাড়াও গার্মেন্টসে ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করারও দাবি জানান তারা।
এ সময় ক্ষতিগ্রস্থ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরাও পরিবারের অভাব-অনটনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।