রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রানীশংকৈলে অর্থ বরাদ্ধের অভাবে প্রকৌশলী বিপাকে ঠিকাদাররা হতাশ

এডিপির ৪র্থ কিস্তির অর্থ না আসায় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার এলজিইডি দপ্তরের প্রকৌশলী সহ ঠিকাদাররা হতাশায় পড়েছে। জানা যায়, ২০১৩-১৪ অর্থ বছরে এডিপির ৪টি কিস্তির দরপত্র আহবান করা হয়। এ পর্যন্ত ৩য় কিস্তিÍর বরাদ্দ ছাড় করা হয়েছে। অথচ দেখা যায় ঠিকাদাররা ৪র্থ কিস্তি দরপত্রের কাজ সম্পন্ন করে রেখেছে। আগামি ১২জুন এ অর্থ বছরের হিসাব সম্পন্ন হওয়ার কথা।
এডিপির ৪র্থ কিস্তির অর্থ ছাড় হবে কিনা প্রকৌশলীরাও জানেনা, জেলার অনেক উপজেলায় ঠিকাদারদের ৪র্থ কিস্তির টাকা না আসায় পীরগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী অজয় কুমার সরকার কাজ বন্ধের মোখিক নিদের্শ দিয়েছেন। এ দিকে ঠিকাদার সুজিত কুমার পাল সমুদয় কাজ করে টাকা না পাওয়ায় হতাশা হয়ে পড়েছে। রানীশংকৈল উপজেলার সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন এডিপির কাজের বিল নিয়ে সারা দেশের প্রকৌশলী বিভাগ বিপাকে রয়েছে। অপরদিকে ঠিকাদার কল্যান সমিতির সভাপতি আবু তাহের বলেন, যেসব ঠিকাদার সম্পূন্ন কাজ করে বিলপা”েছনা তারা বিপাকে রয়েছে আবার যারা কাজ করেনি তার বিল অনিয়মের মধ্যে রয়েছে।