রানীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকি, বাসায় বসে ফাইলে স্বাক্ষর করা । গত ২৬ জুলাই মুড়ি বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করার অপরাধে সর্বদলীয় নেতা কর্মিরা অনাস্থ প্রকাশ করে বিক্ষোভ করে টাকা ফেরৎ সহ বদলীর দাবি জানান। অন্যথায় ইউএনও’র বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষনা দেন। ২৭ জুলাই ডিগ্রি কলেজে মুড়ি বিক্রেতা আলিফ জানান, নামধারী চ্যানেল নাইন সাংবাদিক মাসুদ পলক ও মোহনা টিভি সাংবাদিক ফারুক আহম্মদ মুড়ির ফ্যাক্টরিতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এতে মুড়ি বিক্রেতা আ’লীগ সভাপতি সইদুল হককে বিষয়টি জানালে তিনি টাকার বিষয়ে সাংবাদিককে মোবাইল করলে মাসুদ পলক বলেন আমরা কি ঈদ করবো না?। চাঁদার টাকা না পাওয়ায় তারা শেষে ইউএনও কে মোটা আংকের টাকা পাওয়ার লোভ দেখিয়ে সেখানে নিয়ে গিয়ে গরীব মুড়ি বিক্রেতা কে ৫০ হাজার টাকা জরিমানা করে। এনিয়ে রবিবার বিকালে জাতীয় সংসদ সদস্য বিক্ষোভ মিছিল সহকারে ইউএনও অফিসে যায় এসময় অফিসে এক জন পিয়ন ছাড়া কেউ ছিলনা। উপজেলা পরিষদ চত্তরে সর্বদলীয় নেতা কর্মিদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মকলেসুর রহমান, বিএনপি সম্পাদক আতাউর রহমান, জাতীয় পাটি পৌর সভাপতি আবু তাহের প্রমুখ।এপ্রসঙ্গে ইউএনও আশরাফুল ইসলামের যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকায় কথা বলা সম্ভব হয়নি। জেলা প্রসাশক মুকেশ চন্দ্র বিশ্বাস জানায়,বিষয়টি আমি শুনেছি অভিযোগ পাওয়া গেলেই ব্যাবস্থা নেওয়া হবে।