ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বেসরকারী সংস্থা টিএমএসএস’র মামলায় জিম্মাদারকে গ্রেফতার করে থানা পুলিশ। ৩ জুন শাখা ব্যাবস্থাপককে ডেকে নিরিহ মানুষদের হয়রানি না করার পরার্মশ দিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী।
খোঁজ নিয়ে জানা যায়, রানীশংকৈল উপজেলায় বে-সরকারী সংস্থা টিএমএসএস ১৯টি সেবার সাইন বোর্ড টাংঙ্গিয়ে গ্রামে গ্রামে সমিতি করে ঋণ দেয় সদস্যদের মাঝে। চড়া সুদে ঋন কার্যক্রম ছাড়া তাদের কোন সেবা নেই এ উপজেলায়। গরীব মানুষেরা ঋন খেলাপি হলে তাদের উপর চাপিয়ে দেয় মামলা। রানীশংকৈলে ৫ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থা কতৃপক্ষ। মামলার আসামিরা হলেন বলিদ্বারা গ্রামের জেসমিন, খতেজা দোশিয়া গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহাআলম, সহদোর গ্রামের আমেনা,খঞ্জনা গ্রামের আয়েসা খাতুনের বিরুদ্ধে।
এব্যাপারে টিএমএসএস শাখা ব্যাবস্থাপক সাহেদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ঠাকুরগাঁও জোন ব্যাবস্থাপক মিজানুর রহমানের নির্দেশ সদস্যদের বিরুদ্ধে নেগোসিয়েবল ইন্সুটুমেন্ট এক্ট ১৮৮১ এর ১৩৮ ধারা মতে মামলা করা হয়েছে। এর মধ্যে ২ টি মামলার টাকা উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী বলেন, আমাকে হতবাক করেছে ঋণ গ্রহিতার বিরুদ্ধে মামলা না করে জিম্মাদার শাহাআলমের বিরুদ্ধে মামলা করা। তাই আমি প্রাথমিক ভাবে টি এমএসএস কর্মকর্তাকে বলেছি মামলা না করে কৌশলে টাকা আদায় করতে। প্রয়োজনে আমি গরীব মানুষের মামলার বিষয়ে সংসদে কথা বলবো।