
রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কলেজছাত্রী বাড়ি থেকে উধাও হওয়ায় গতকাল মঙ্গলবার রাত ১০টায় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের বাসভবন ঘেরাও করে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, গত ৬ নভেম্বর উপজেলার রাজোর গ্রামের মোজাম্মেল হকের ছেলে কাজল একই গ্রামের রমেন চন্দ্রের কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ে পক্ষ স্থানীয়দের কাছে বিচার প্রার্থী হলে ছেলে পক্ষ কোনো কর্ণপাত করেনি। থানায় অভিযোগ করা হলে থানা পুলিশও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শতাধিক লোক বিচারের দাবিতে সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলীর বাসভবন ঘেরাও করে।
এ সময় সংসদ সদস্য বলেন, যেহেতু বিষয়টি হিন্দু-মুসলমান। সে কারণে থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছি। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত বলেন, অভিযোগ আমি পেয়েছি। কিন্তু বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় আজ থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে।