রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কুলিক নদীতে মৎস অভয়াশ্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। এ সময় কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাপার সাধারণ সম্পাদক আজিুজুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সমাজ সেবক মাহাবুব আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল জলির জানান, দেশী মাছের আবাদ বড়াতে কুলিক নদীর রাজবাড়ি এলাকায় ৩’শ ফুট এলাকায় মৎস অভয়াশ্রম হিসেবে চিহিৃত করা হয়েছে।
রানীশংকৈলে কুলিক নদীতে মৎস অভয়াশ্রম উদ্বোধন
Please follow and like us: