
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত বুধবার বিকালে কোচল পশ্চিম পাড়া ধান ক্ষেতের মাঠে কৃষক কৃষানিদের নিয়ে মাঠ দিবস অনূষ্ঠিত হয়। স্বল্প মেয়াদি খরা সহিঞ্চু আমন ধান চাষাবাদের উপর মাঠ দিবস অনূষ্ঠানে লেহেম্বা ফেডারেশন জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মাজেদুল ইসলাম কৃষি কর্মকর্তা, বিশেষ অতিথি সঞ্জয় দেবনাথ কৃষি স¤প্রসারণ কর্মকর্তা, জিয়াউল হক প্রোগ্রাম ম্যানেজার আরডিআরএস, জাহাঙ্গীর আলম একাউন্ট ম্যানেজার, মোবারক আলী প্রেস ক্লাব সভাপতি, এনামুল হক কৃষি উপ সহকারী কর্মকর্তা, সবিন্দ্র নাথ রায় কৃষক।