সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রানীশংকৈলে গৃহবধূকে হত্যা : গ্রেফতার ৩

Arestঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল গ্রামে গৃহবধূকে হত্যা মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানা পুলিশ লাশ উদ্ধার করে হত্যা মামলা রুজু করে ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় ২ সন্তানের জননী মিনা বেগমকে (২৮) স্বামী আব্দুল জলিল, শাশুড়িসহ পরিবারের লোকজন হত্যা করে আত্যহত্যার প্ররোচনা চালায়।
খবর পেয়ে মিনা বেগমের ভাই হরিপুর উপজেলার জসিম উদ্দীন বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করে পুলিশ মামলাটি এজাহার হিসেবে গণ্য করে। যাহার মামলা নং-২১। থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত সঙ্গীয় এসআই শাহ্ আলম ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ৩ জনকে গ্রেফতার করে। আজ রবিবার মিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত জানান, পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে তাদের ঝগড়া বিবাদ চলছিল এরই জের ধরে মিনাকে পরিবারের লোকজন হত্যা করেছে।

Spread the love